হাসাদাহ প্রতিনিধি: জীবননগর উপজেলার হাসাদাহ বাজারের ইক্ষু ক্রয়কেন্দ্রের কাছে আমজাদ হোসেনের বাড়িতে স্বামী পরিত্যক্তা আনোয়ারা বাইরে থেকে সুন্দরী মেয়ে নিয়ে এসে দেহ-ব্যবসা করাচ্ছে বলে অভিযোগ উঠেছে। প্রতিবেশিরা অভিযোগ করেছেন, ইক্ষু ক্রয়কেন্দ্রের কাছে আমজাদ হোসেনের মেয়ে স্বামী পরিত্যক্তা আনোয়ারা খাতুন আনু (৩৫) বিভিন্ন জায়গা থেকে সুন্দরী মেয়ে এনে তার বাড়িতে রেখে দেহ-ব্যবসা করাচ্ছে। ফলে স্থানীয় ও আশেপাশের উঠতি বয়সী যুবকেরা তার বাড়িতে এসে অবৈধ কর্মে লিপ্ত হচ্ছে। দীর্ঘদিন এ অবস্থা চলতে থাকলেও আনোয়ারা খাতুনের ভয়ে কেউ মুখ খোলে না। এ ব্যাপারে ইউপি সদস্য জুম্মাত ম-ল বলেন, বিষয়টি শুনেছি এবং আনোয়ারা খাতুনকে এ অনৈতিক কাজ বন্ধ করার জন্য অনেকবার সতর্ক করেছি।