জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাচিতদের সংবর্ধনা প্রদান

মেহেরপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে

মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মনোনীত নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল সোমবার বেলা ২টায় মেহেরপুর জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, আনছার উল হক, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জেলা বিএনপি সহ-সভাপতি শেখ সাঈদ আহমেদ, জেলা আইনজীবী ফোরামের সভাপতি অ্যাড. রহমতুল্লাহ, সাধারণ সম্পাদক অ্যাড. মারুফ আহমেদ বিজন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রোমানা আহমেদ রুমা, পৌর বিএনপির সিনিয়র সভাপতি তোজাম্মেল হক, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এমএকে খায়রুল বাশার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু ওবাইদুল্লাহ সেন্টু, জেলা বিএনপির সাবেক দফতর সম্পাদক আব্দুর রহিম, মুজিবনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, আইনজীবী ফোরামের নেতা সিনিয়র আইনজীবী অ্যাড. আব্দুল হাকিম শেখ, সিনিয়র আইনজীবী অ্যাড. শহিদুল ইসলাম, অ্যাড. আসাদুল আযম খোকন, অ্যাড. আফরোজা বেগম ফাতেমা, অ্যাড. আবু সালেহ মো. নাসিম, অ্যাড. আদিল করিম, অ্যাড. আতাউল হক আন্টু, অ্যাড. এএসএম সাইদুর রাজ্জাক (সাদ্দাম), অ্যাড. ডিএমএন কামরান বাপ্পি, অ্যাড. মধুমিতা খন্দকার, অ্যাড. মিজানুর রহমান ও অ্যাড. আরিফুজ্জামানসহ আইনজীবী সমিতির নির্বাচনে ৩য় বারের মত নির্বাচিত অ্যাড. কামরুজ্জামানের নেতৃত্বে নির্বাচিতরা অংশ গ্রহণ করেন। জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন নির্বাচিতদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এছাড়াও এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি হাজি ফজলু খাঁ, সহ-সভাপতি আব্দুস সামাদ, সহ-সভাপতি হাবিব ইকবাল, জেলা তাঁতীদলের সভাপতি আরজুল্লাহ মাস্টার বাবলু, জেলা জাসাসের আহ্বায়ক প্রভাষক মাহফুজুর রহমান অশেষ, জেলা মৎস্যজীবী দলের সভাপতি শ্রী গুরুদাস হালদার, জেলা যুবদল নেতা জাহিদুল হক জাহিদ ও ছাত্রদল নেতা আহমেদ রাজিব খাঁনসহ অংগ সংগঠনের নেতৃবৃন্দ।