আলমডাঙ্গা উপজেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে থানা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত
আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা উপজেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। গতকাল উপজেলা কামালপুর বটতলায় অভিযান চালিয়ে হারদীর ইয়াবা কিনে আনার সময় রেলস্টেশনপাড়ার মাদক বিক্রেতা মুন্নি মা মজিরন ও ছেলে স্ত্রী লিজাকে ২০ পিস ইয়াবাসহ আটক করেছে। পরে তাদের স্বীকারোক্তিতে হারদীর মাদক সাব্বিরকে ২০ পিস ইয়াবাসহ আটক করে।
জানা গেছে, আলমডাঙ্গা রেলস্টেশনের মাদক বিক্রেতা মুন্নি মা মজিরন নেছা (৬০) ও ছেলে স্ত্রী লিজা খাতুন (২২) ও পরিবারের সবার মত দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। ১ নভেম্বর থেকে আলমডাঙ্গা থানা পুলিশ মাদকবিরোধী শুরু বেশ কয়েকজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গতকাল আলমডাঙ্গা থানার এসআই জিয়াউর রহমান ও এএসআই খালেদ সঙ্গী ফোর্স নিয়ে অভিযান চালিয়ে হারদীর মাদকস¤্রাট সাধুর বাড়ি থেকে ২০ পিস ইয়াবা কিনে আলমডাঙ্গা ফেরার পথে মজিরন ও লিজা কামালপুর বটতলা থেকে আটক করে। পরে তাদের স্বাকারোক্তিতে হারদী খানপাড়ার মাদক স¤্রাট কামরুজ্জামান ওরফে সাধুর বাড়িতে অভিযান চালায়। সাধুর ছেলে সাব্বির (২২) পুলিশের উপস্থিত টের পেয়ে পালানোর চেষ্টা করে। সাব্বিরকে আটকের তার নিকট থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করে। এ বিষয়ে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে।