নতুন নতুন কর্মী তৈরির আহবান জানালেন কেন্দ্রীয় যুবলীগ নেতা হাশেম রেজা

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা-২ আসনের গ্রামে গ্রামে ছড়িয়ে পড়–ন, নতুন নতুন কর্মী তৈরির আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সহসম্পাদক হাশেম রেজা। গতপরশু রোববার বিকেলে চন্দ্রবাস, কার্পাসডাঙ্গা ও কুড়–লগাছি গ্রামে গণসংযোগ শেষে এক কর্মী সভায় উপস্থিত নেতাকর্মীর উদ্দেশে তিনি এ আহ্বান জানান। আওয়ামী লীগের নেতা সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা রেজাউল করিম, সাংবাদিক আজাদ হোসেন, জিল্লুর রহমান মধু, যুবলীগ নেতা জহিরুল ইসলাম, শাহবুদ্দীন খান, জাফর, ছাত্রলীগ নেতা এইচএম হাকিম, আব্দুল কাদের লিটন, রিপন ও রঞ্জু প্রমুখ।