কৃষিতে অবদান রাখায় কৃষি ব্যাংকের সম্মাননা পেলেন মাফুজ

স্টাফ রির্পোটার: বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে সম্মাননা পেয়েছেন চুয়াডাঙ্গার মো. মফিজুর রহমান মাফুজ। দেশের কৃষিতে মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহার থেকে মুক্ত করা এবং নিজে স্বাবলম্বী হওয়ায় তাকে এ সম্মাননা দেয়া হয়েছে। গত রোববার বিকেলে কুষ্টিয়ায় অনুষ্ঠিত ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও মাঠকর্মীদের সম্মেলনে মাফুজের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইসমাইল। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক চুয়াডাঙ্গা আঞ্চলিক শাখার আঞ্চলিক ব্যবস্থাপক সামসুল হক, ম্যানেজার মতিয়ার রহমান প্রমুখ। ‘মাফুজ ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার উৎপাদন করে স্বাবলম্বী হয়েছেন’ এ সংক্রান্ত প্রতিবেদন ইতঃপূর্বে পত্রপত্রিকায় প্রকাশিত হয়।
বাংলাদেশ কৃষি ব্যাংক চুয়াডাঙ্গা শাখা কর্তৃপক্ষ জানান, ‘ইতঃপূর্বে আমরা মাফুজের সফলতার খবর সংবাদপত্রে দেখি। সম্প্রতি ব্যাংকের ঊর্র্ধ্বতন কর্তৃপক্ষ এ অঞ্চলের কৃষিতে অবদানের জন্য সম্মাননা প্রদানের বিষয়টি নিশ্চিত করলে আমরা মাফুজের ভার্মি কম্পোস্টের প্রকল্পটি সরেজমিনে দেখতে যাই। পরে কর্তৃপক্ষকে লিখিতভাবে মাফুজের সফলতার বিষয়টি জানালে কর্তৃপক্ষ তাকে সম্মাননার জন্য মনোনীত করে এবং স্বল্প সুদে তাকে ঋণ প্রদানের সিদ্ধান্ত নেয়।’
চুয়াডাঙ্গার ‘মা এগ্রো ভার্মি কম্পোস্ট’র স্বত্বাধিকারী মো. মফিজুর রহমান মাফুজ বলেন, ‘কৃষি সম্প্রসারণ অধিদফতর খামার বাড়ির চাষি পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও পেঁয়াজবীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের পরিচালক মো. নজরুল ইসলামের পরামর্শে ২০০৭ সালের শুরুতে ভার্মি কম্পোস্ট উৎপাদনের কাজ শুরু করি।’ তিনি বলেন, কাজের স্বীকৃতি স্বরূপ ইতঃপূর্বে তিনি বঙ্গবীর ওসমানী পদকে ভূষিত হয়েছেন।