মাথাভাঙ্গা মনিটর: ভারতীয় বোলারদের তোপে দ্বিতীয় ইনিংসে ৪৯.৩ ওভারে ১৬৬ রানেই গুটিয়ে গেল শ্রীলঙ্কা। এর ফলে নাগপুর টেস্টে ইনিংস এবং ২৩৯ রানে জয় তুলে নিল ভারত। গতকাল সোমবার চতুর্থ দিনের শুরুতে এক উইকেটে ২১ রান নিয়ে দিনের খেলা শুরু করে। কিন্তু ম্যাচ শুরুর কিছুক্ষণের মধ্যেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে শ্রীলঙ্কা ব্যাটিং লাইনআপ। মূলত অশ্বিন-জাদেজার দাপটেই শেষ হয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। এ দিন টেস্ট কেরিয়ারে ৩০০তম উইকেট নেন অশ্বিন। নাগপুর টেস্টে প্রথম ইনিংসে শ্রীলঙ্কার করা ২০৫ রানের জবাবে ভারত ৬ উইকেটে ৬১০ রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা করে। তাই ৪০৫ রানের পিছিয়ে থেকে রবিবার তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করে শ্রীলঙ্কা। এদিন ৯ ওভার খেলার সুযোগ পায় লঙ্কানরা। দিনশেষে তাদের সংগ্রহ দাঁড়ায় এক উইকেটে ২১ রান। সেখান থেকে যাত্রা শুরু করে সোমবার চতুর্থ দিনের শুরু থেকেই একের পর এক উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। অধিনায়ক চান্দিমালের ৬১ রানের ইনিংস ছাড়া কেউই তেমন উল্লেখযোগ্য স্কোর গড়তে পারেননি। ভারতের অশ্বিন চারটি এবং উমেশ যাদব, ইশান্ত শর্মা ও রবীন্দ্র জাদেজা দুটি করে উইকেট নেন। ভারতের প্রথম ইনিংসে ২১৩ রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন অধিনায়ক বিরাট কোহলি।