দামুড়হুদার কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির মাদকবিরোধী সফল অভিযানে গাঁজাসহ দুজন গ্রেফতার

ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির সদস্যরা মাদকবিরোধী সফল অভিযান চালিয়েছেন। এ অভিযানে ১শ গ্রাম গাঁজাসহ দু’মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রোববার সকাল ৭টায় কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আসাদুর রহমান আসাদের নেতৃত্বে এএসআই মাসুদ রানা ও এএসআই শাহাজালাল সঙ্গীয় সদস্য নিয়ে উপজেলার কার্পাসডাঙ্গা কবরস্থান মোড়ে অভিযান চালায়। এ অভিযান চালিয়ে ১শ গ্রাম গাঁজাসহ দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা কলোনীপাড়ার আবুল কাশেমের ছেলে ইদ্রিস আলী ইদু (৫২) ও একই গ্রামের পুর্বপাড়ার আজাদ আলীর ছেলে রোকন (৩৫) কে আটক করে পুলিশ। আটককৃতদের পুলিশ ফাঁড়িতে নেয়া হয়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে আটককৃতদের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে।