চুুয়াডাঙ্গার বদরগঞ্জে বিশিষ্ট ব্যবসায়ী বুলু মিয়ার ইন্তেকাল

বদরগঞ্জ প্রতিনিধি: চুুয়াডাঙ্গার বদরগঞ্জ বাজারে বিশিষ্ট সার, ডিজেল ও কীটনাশক ব্যবসায়ী মাজেদুল হক বুলু মিয়া ইন্তেকাল করেছেন (ইন্নলিল্লাহি……..রাজেউন)। তিনি ঝিনাইদহের সাধুহাটি ইউনিয়নের বোড়াই গ্রামের বাসিন্দা। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫২ বছর। তিনি গত শনিবার সকাল সাড়ে ৭টায় ভারতের কল্যাণ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে স্ত্রী, ছেলে-মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন। বুলু মিয়া গত মঙ্গলবার ভারতের নদীয়া জেলার কৃষ্ণনগর গ্রামে তার আত্মীয় বাড়িতে বেড়াতে যায়। গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় সেখানে অসুস্থ হয়ে পড়লে তাকে কল্যাণী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার সকাল সাড়ে ৭টায় মাজেদুল হক বুলু মিয়া মারা যায়। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন, বদরগঞ্জ বাজার কমিটির সভাপতি আবুল কালাম, সহ-সভাপতি তৈয়বুর রহমান, ডা. আল আমিন ও প্রাণী চিকিৎসক ইকতিয়ার রহমানসহ বদরগঞ্জ বাজারে সকল ব্যবসায়ীরা। গতকাল রোববার আসরবাদ মহরহুম মাজেদুল হক বুলু মিয়ার নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়।