সড়ক ডিভাইডারের বাতি উদ্বোধন করলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা-দর্শনা সড়কে সার্কিট হাউজের সামনের রাস্তায় সড়ক ডিভাইডারের মধ্যে সড়ক বাতি জ্বেলে উদ্বোধন করলেন মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি সড়কবাতির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চুয়াডাঙ্গা-দর্শনা সড়কের সার্কিট হাউজ থেকে এলজিইডি কার্যালয় পর্যন্ত সড়ক ডিভাইডার স্থাপন করা হয়েছে। এ ডিভাইডারের মধ্যে স্থাপিত হয়েছে সড়কবাতি। উদ্বোধন কালে মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনের সাথে উপস্থিত ছিলেন এলাকার সুধীসহ কাউন্সিলর রমজান আলী চান্দু, সংরক্ষিতমহিলা কাউন্সিলর সেলিনা ইয়াছমিন শম্পা, সহকারী প্রকৌশলী আলমগীর কবির, উপসহকারী প্রকৌশলী (বিদ্যুত) শিপন মিয়া, উপসহকারী প্রকৌশলী (সিভিল) হাফিজুর রহমান কাওছার প্রমুখ।