চুয়াডাঙ্গার নিচের বাজারে অগ্নিকাণ্ডে একটি দোকান ভস্মীভূত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার নিচের বাজারে অগ্নিকাণ্ডে একটি দোকান ভস্মীভূত হয়েছে। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে চুয়াডাঙ্গা দমকলবাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগে অগ্নিকাণ্ডে দোকানটি পুড়ে যায়।
প্রত্যক্ষদর্শিরা জানিয়েছে, চুয়াডাঙ্গা দৌলাতদিয়াড় চুনুরিপাড়ার অজয় সরকারের ছেলে পলাশ সরকারের ভ্যারাইটিস পণ্যের দোকান রয়েছে। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সাথে সাথে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যদের আসার আগেই ভস্মীভূত হয়ে যায় দোকানটি। দোকানের মালিক পলাশ সরকার জানান, এ অগ্নিকাণ্ডে তার প্রায় ৪ লাখ টাকা ক্ষতি হয়েছে।

Leave a comment