দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা মডেল থানা পুলিশ মাদকবিরোধী অভিযানঅব্যাহত রেখেছে। অভিযানের অংশ হিসেবে গতকাল রোববারও দু’গাঁজা বিক্রেতাসহ গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে। আটক দু’গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।
পুলিশসূত্রে জানা গেছে, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা মুচির বটতলা নামকস্থান কয়েকজন মাদকব্যবসায়ী মাদক বিকিকিনি করছে এমন গোপন সংবাদ পেয়ে দামুড়হুদা মডেল থানার ওসি আকরাম হোসেনের নির্দেশে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আসাদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে কার্পাসডাঙ্গা ভূমিহীনপাড়ার আজাদের ছেলে খোকন (৩৫) এবং গোরস্থানপাড়ার মৃত আবুল কাশেমের ছেলে ইদুকে (৫২) ১শ গ্রাম গাঁজাসহ আটক করেন। এছাড়া সন্ধ্যা ৭টার দিকে দামুড়হুদা মডেল থানার এসআই লিয়াকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার ধান্যঘরা গ্রামের শাহাদত হোসেনের ছেলে সিআর মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি শহিদুল ইসলামকে (৫০) আটক করেন। দামুড়হুদা মডেল থানার ওসি আকরাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।