আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালত রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সাবানকে ১ বছর ও মাদকসেবী ইখতারকে ২মাস বিনাশ্রম কারাদ- প্রদান করেছেন। গতকাল রোববার বিকেলে আলমডাঙ্গা রেলস্টেশনের পরিত্যক্ত গোডাউনের নিকট থেকে তাদেরকে উপজেলা নির্বাহী অফিসার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নির্দেশে থানা পুলিশ আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাজা প্রদান করেন।
জানা গেছে, মেহেরপুরের গাংনী উপজেলার আমতৈল গ্রামের মৃত শামসুদ্দীনের ছেলে মাদক ব্যবসায়ী সাবান আলী (৪০) দীর্ঘদিন ধরে ইয়াবা, ফেনসিডিল ও গাঁজা বিক্রি করে। সে গাংনী ও আলমডাঙ্গা উপজেলার হাটবোলিয়াসহ বিভিন্ন জায়গায় ভ্যানযোগে মাদক বিক্রি করে বেড়ায়। গতকার বিকেলে আলমডাঙ্গা রেলস্টেশন এলাকায় উপজেলা নির্বাহী অফিসার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাহাত মান্নান ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সাবান আলী ও কয়রাডাঙ্গা গ্রামের মৃত মুনছুর ম-লের ছেলে মাদকসেবী ইখতার আলীকে (৪২) আটক করে। এ সময় সাবান আলীর নিকট থেকে ২৫ গ্রাম ও ইখতার আলীর নিকট থেকে ২ পুরিয়া গাঁজা উদ্ধার করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ী সাবান আলীকে ১ বছর ও ইখতার আলীকে ২ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেছেন। এ সময় আলমডাঙ্গা থানার এসআই মহাব্বত আলী, এসআই সাইফুল ইসলাম ও এএসআই মিরাজ উপস্থিত ছিলেন।