আলমডাঙ্গা কুমারীতে বিষ প্রয়োগ করে ১০ দেশি মুরগী মেরে ফেলার অভিযোগ

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা কুমারী গ্রামে বিষ প্রয়োগ করে ১০ দেশি মুরগী মেরে ফেলেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, কুমারী ফুটবল মাঠের পাশের গ্রামের মৃত শমসের আলীর ছেলে মিজানুর মুরগী পুশে জীবিকা নির্বাহ করে । গতকাল পূর্বশত্রুতার জেরধরে কে বা কারা তার ডিমপাড়া ১০ দেশি মুরগীর খাবারে বিষ প্রয়োগ করে মেরে ফেলা হয়েছে বলে জানা গেছে। মিজানুরের পরিবারের একমাত্র অবলম্বন ডিমপাড়া মুরগী মারা যাওয়ায় তারা দিশেহারা হয়ে পড়েছে। মিজান ও তার পরিবার দাবী প্রতিবেশির জমিতে মাঝে মধ্যে ফসল খায় বলে হিংসাত্মক হয়ে সে বিষ প্রয়োগ করে মুরগীগুলো মেরে ফেলেছে।