আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে পাইকপাড়ার গাঁজা ব্যবসায়ী আনারুলকে আড়াইশো গ্রাম গাঁজাসহ আটক করেছে। গতকাল বেলা ১২টার দিকে আলমডাঙ্গা মহিলা কলেজের যাত্রী ছাউনির নিকট থেকে তাকে আটক করে।
জানাগেছে, উপজেলার কালিদাসপুর ইউনিয়নের পাইকপাড়ার লুৎফর রহমানের ছেলে আনারুল (৩০) দীর্ঘদিন ধরে গাঁজা বিক্রি ও সেবন করে আসছিলো। সে প্রায়ই আলমডাঙ্গা রেলস্টেশনের ঢালে গুরু মা রুমানা আফরোজের আকড়া বাড়িতে থাকে। সেখানেই সে গাঁজা সেবন ও বিক্রি করে। গতকাল বেলা ১২টার দিকে মহিলা ডিগ্রি কলেজের যাত্রী ছাউনির নিকট থেকে গাঁজা কিনে বাড়ি যাওয়ার সময় তাকে আলমডাঙ্গা থানার এএসআই খালেদ সঙ্গীয় ফোর্স নিয়ে আটক করে। আটকের পর তার দেহ তল্লাশি করে লুঙ্গির ভেতর থেকে আড়াইশো গ্রাম গাঁজা উদ্ধার করে।