আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানা পুলিশ মাদকবেরোধী অভিযান চালিয়ে খামিপুর গ্রাম থেকে ৩ মাদকদ্রব্য গাঁজা সেবীকে আটক করেছে। গত পরশু গভীররাতে খাদিমপুর গ্রামের গাঁজার আসর থেকে তাদের আটক করে।
জানা গেছে, উপজেলার খাদিমপুর গ্রামের মৃত ফয়জদ্দিনের ছেলে আতিয়ার রহমান (৬০), মৃত জয়নাল মোল্লার ছেলে শাহাবুল মোল্লা (৫৫) ও মৃত আব্দুল বারির ছেলে আবুল হোসেন (৬০) দীর্ঘদিন ধরে তারা গাঁজা সেবন করে। গতপরশু গভীররাতে গাঁজা সেবন করছিলো। এ সময় আলমডাঙ্গা থানার পুলিশ ও পাঁচকমলাপুর ক্যাম্পের আইসি অভিযান চালিয়ে তাদের আটক করে। গতকালই তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।