সকল ষড়যন্ত্রকে প্রতিহত করতে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে

বাংলাদেশ সাংবাদিক সমিতির সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভায় বক্তাগণ

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ সাংবাদিক সমিতির সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা সাংবাদিক সমিতির কার্যনির্বাহী কমিটির প্রস্তুতিসভা গতকাল শনিবার বিকেল ৪টার সময় চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি সাংবাদিক মহাতাব উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুস ছালাম, সহ-সভাপতি সাংবাদিক শেখ সেলিম, যুগ্ম সম্পাদক ইলিয়াস হোসেন, নির্বাহী কমিটির সিনিয়র সদস্য অ্যাড. তসিরুল আলম ডিউক, সদস্য আলমগির কবির শিপলু, আব্দুল মজিদ জিল্লুর, চিত্ত রঞ্জন শাহা চিতু, আব্দুস ছালাম মাস্টার। বক্তাগণ বলেন দেশের সার্বিক উন্নয়নে সাংবাদিক সমাজ লেখনীর মাধ্যমে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কখনও দুর্নীতি বাজদের বিরুদ্ধে লিখে মিথ্যা মামলার স্বীকার হচ্ছে, আবার রাজনৈতিক দলের নেতা কর্মী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে লিখে হামলার স্বীকার হচ্ছে। সকল ষড়যন্ত্রকে প্রতিহত করতে দেশের সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সম্প্রতি মেহেরপুর মুজিবনগর কমপ্লেক্সের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য কালাম বেসরকারি টেলিভিশন চ্যানেলের মেহেরপুর জেলা প্রতিনিধি আবু আকতার করনকে শারীরিকভাবে লাঞ্ছিত করায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানানো হয়। এছাড়াও অভিযুক্ত আনসার সদস্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য মেহেরপুর জেলা প্রশাসনের প্রতি অনুরোধ জানানো হয়।