জীবননগরে তিন ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার পুনর্গঠিত উথলী ইউনিয়ন, নবগঠিত মনোহরপুর ও কেডিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ তাদের দলীয় মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে। জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তূজা গতকাল শনিবার সকালে কেন্দ্রীয় আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপের বরাত দিয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন।
উপজেলার উথলী ইউনিয়নে বৃহত্তর উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান, মনোহরপুর ইউনিয়নে বৃহত্তর উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন খান এবং কেডিকে ইউনিয়নে জেলা যুবলীগ সদস্য খায়রুল বাশার শিপলুকে আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। আওয়ামী লীগের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। আগামী ২৮ ডিসেম্বর এ তিনটি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।