মেহেরপুর অফিস: মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেনের বোন ফেরদৌস আরা চুনী (৪৮) আর নেই। গত বৃহস্পতিবার দিনগত রাতে বুকে ব্যাথা অনুভব করলে তাকে রাজধানীর স্কায়ার হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টায় তিনি মারা যান (ইন্না—–রাজেউন)। মৃত্যুকালে তিনি স্বামী, দুই ছেলে, চার ভাই ও দুই বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ফেরদৌস আরা চুনী ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মেহেরপুর-১ আসনে তিনবার নির্বাচিত সংসদ সদস্য মরহুম ছহিউদ্দিন এর কনিষ্ট কন্যা। তিনি ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি। তিনি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ মেহেরপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থার সদস্য। তিনি গণতান্ত্রিক আন্দোলন ও নারী উন্নয়ন কর্মকা-ের সাথে জড়িত ছিলেন। মৃত্যুর আগে তিনি তার স্বামী সাবেক ছাত্রনেতা মাহফুজ কবীর আহমেদ রিংকুর সাথে ঢাকায় বসবাস করতেন। তার মৃত্যুতে মেহেরপুর প্রেসক্লাবের সাংবাদিকরা গভীর শোক প্রকাশ করেছেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। আজ রোববার বেলা ১১টায় মেহেরপুর শহীদ ড. সামসুজ্জোহা নগর উদ্যানে নামাজে জানাজা শেষে মেহেরপুর পৌর করবস্থানে তার লাশ দাফন করা হবে বলে তার পারিবারিক সূত্রে জানানো হয়েছে।