বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর তিতুদহ ও বেগমপুর ক্যাম্প পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করেছে। একজনের নিকট থেকে উদ্ধার করেছেন ৬ পিস ইয়াবা। গ্রেফতারকৃতদের চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে।
জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা মাদকমুক্ত করণের লক্ষ্যে জেলা পুলিশ মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছেন। তারই অংশ হিসেবে তিতুদহ ক্যাম্প পুলিশ গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে গড়াইটুপি গ্রামের জুমার আলীর ছেলে মক্কেল আলী (৫২), বড়সলুয়া গ্রামের আফসার উদ্দীনের ছেলে নজির আলী (৫৩) ও গবরগাড়া গ্রামের আব্দুস সোবাহানের ছেলে নজেস আলীকে (৪৭) নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন। অপর দিকে গতকাল শনিবার দুপুর ২টার দিকে বেগমপুর ক্যাম্প পুলিশ অভিযান চালিয়ে আকন্দবাড়িয়া তমালতলা হাফিজুরের দোকানের সামনে থেকে ৬ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছেন দর্শনা দক্ষিণচাঁদপুর গ্রামের জহিরউদ্দীন কমা-ারের ছেলে মমিনুল ইসলামকে। গ্রেফতারকৃতদের মধ্যে নজেস আলী একটি নিয়মিত মামলার আসামী বাকিরা সব মাদক মামলার আসামী বলে পুলিশ জানিয়েছেন। অভিযানে নেতৃত্ব দেন এসআই লিটন গাজি ও এএসআই সুমন।