আবারও ইন্সপেক্টর এরশাদুল কবীর চুয়াডাঙ্গা সদর থানার ওসি

 

স্টাফ রিপোর্টার: আবারও চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করতে যাচ্ছেন এরশাদুল কবীর চৌধুরী। তিনি বাগেরহাট জেলা থেকে বদলি হয়ে ইতোমধ্যে চুয়াডাঙ্গা জেলা পুলিশে যোগদান করছেন বলে জানা গেছে। বর্তমান অফিসার ইনচার্জ (ওসি) গাজী মোহাম্মদ ইব্রাহিমকে মেহেরপুর জেলায় বদলি করা হয়েছে।

সূত্র জানায় এরশাদুল কবীর চৌধুরী বাগেরহাট জেলা থেকে বদলি হয়ে ২০১২ সালের ৫মার্চ চুয়াডাঙ্গা সদর থানায়  যোগদান করেন। চুয়াডাঙ্গা সদর থানা থেকে চলতি বছরের ৫মে নড়াইল জেলায় বদলি হন। সেখান থেকে আবারও বাগেরহাট সদর থানায় বদলি হন। শেষ পর্যন্ত তিনি আবারও চুয়াডাঙ্গা জেলায় বদলি হয়েছেন। আজ তিনি চুয়াডাঙ্গা সদর থানায় যোগদান করতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।