স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা একাডেমি মোড়ে যাত্রী ওঠানো নিয়ে ইজিবাইক চালক আপিল খানকে (৩৫) মারধর করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় একাডেমি মোড়ে ইজিবাইক স্ট্যান্ডে দুজন মিলে তাকে বাঁশ দিয়ে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ করেন আপিল খান। তিনি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা গড়গড়ি খাঁপাড়ার মৃত ইকরামুল খানের ছেলে। আপিল খান অভিযোগ করে বলেন, গতকাল শনিবার তার নিজের ইজিবাইক নিয়ে দর্শনার ইমিগ্রেশন চেকপোস্ট থেকে রিজার্ভ ভাড়া নিয়ে আলমডাঙ্গা মুন্সিগঞ্জের উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে চুয়াডাঙ্গা একাডেমি মোড়ে পৌঁছুলে দুজন পরিচিত যাত্রী ওঠে তার ইজিবাইকে। এসময় ইজিবাইক স্ট্যান্ডে থাকা হারুন নামের এক ব্যক্তি তার গাড়ির গতিরোধ করে লাঠি দিয়ে ইজিবাইকের লুকিংগ্লাসে আঘাত করে। আপিল খান এর প্রতিবাদ করায় ইজিবাইক স্ট্যান্ডের সিরিয়াল নিয়ন্ত্রক পাইলট নামের একজন তাকে বাঁশ দিয়ে পেটাতে থাকে। আপিল খান মাথায় প্রচ- আঘাত পেয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় কয়েকজন ইজিবাইক চালক আপিল খানকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।