চুয়াডাঙ্গা কিরোনগাছির বীর মুক্তিযোদ্ধা মতলেব আলীর ইন্তেকাল

সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের শঙ্করচন্দ্র ইউনিয়নের কিরোনগাছির বীর মুক্তিযোদ্ধা মতলেব আলী (৭০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…….রাজেউন)। গত শনিবার দুপুর সাড়ে ১১টার দিকে তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন । বিকেল সাড়ে ৩টায় তার লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার এনডিসি সুচিত্র রঞ্জন দাশ, চুয়াডাঙ্গা সদর থানা অফিসার ইনচার্জ তোজাম্মেল হক, চুয়াডাঙ্গা জেলার সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার আবু হোসেন, উপজেলা সাবেক কমান্ডার আব্দুর শুকুর, শঙ্করচন্দ্র ইউনিয়ন কমান্ডার সৌরভ হোসেন, তিতুদহ ইউনিয়ন কমান্ডার নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, মীর কাশেম, আলী হোসেন, হাজি আতর আলী ও সুনিল কুমার প্রমুখ।