মাথাভাঙ্গা মনিটর: গণধর্ষণে অংশ নেয়ার ঘটনায় সাম্বার ছন্দময় ফুটবলের উত্তরসূরি রবিনহোকে ৯ বছরের কারাদণ্ড দিয়েছেন ইতালির এক আদালত। রবিনহোর বিরুদ্ধে মিলানের একটি নৈশক্লাবে ২২ বছর বয়সী এক আলবেনিয় নারীকে সহযোগীদের নিয়ে গণধর্ষণের অভিযোগ উঠে। এ অভিযোগের বিষয়ে চার বছর বিচারিক প্রক্রিয়া শেষ করে আদালত রবিনহোকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ড দেয়। তবে এখনই জেলে যেতে হচ্ছে না রবিনহোকে। আদালত তাকে আপিলের সুযোগ দিয়েছে। তবে আপিলের পর সাজা মওকুফ না হলে গ্রেফতারি পরোয়ানা জারি হবে তার বিরুদ্ধে।
ইতালির ক্লাব এসি মিলানের হয়ে খেলার সময় ২০১৩ সালে মিলানের একটি নৈশক্লাবে রবিনহো এ ঘটনা ঘটান বলে জানিয়েছে গার্ডিয়ান। তবে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড অবশ্য শুরু থেকেই নির্দোষ দাবি করে আসছেন নিজেকে। আদালতের রায়ের পরও বলেছেন এই কথা। নিজের ইনস্টাগ্রাম পেজে তিনি লিখেছেন, ‘আগে থেকেই আমি নিজেকে নির্দোষ দাবি করে এসেছি। এই ঘটনায় আমি জড়িত নই।’ ব্রাজিলের বিখ্যাত হলুদ জার্সি গায়ে ১০০টি ম্যাচ খেলেছেন রবিনহো। ইংলিশ লিগের অন্যতম সেরা ক্লাব ম্যানচেস্টার সিটিতে দুই বছরে ৪১ ম্যাচে ১৪ গোল করেন তিনি।