বিদেশি টুকরো

মিশরে মসজিদে হামলাকারীরা বিমান হামলায় নিহত

মাথাভাঙ্গা মনিটর: মিশরের সিনাই প্রদেশের আল রাওদাহ মসজিদে গত শুক্রবার বোমা হামলা ও গুলির সঙ্গে জড়িত সন্ত্রাসীদের অনেকেই  বিমান হামলায় নিহত হয়েছে। গত শুক্রবার দেশটির সেনাবাহিনীর মুখপাত্র তামের রিফাই এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করেছেন বলে জানিয়েছে  কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরা। সেনাবাহিনীর মুখপাত্র রিফাই বলেন, মিশরের বিমান বাহিনী ওই সন্ত্রাসীদের অবস্থান শনাক্ত করে এবং তাদের বহনকারী গাড়ি লক্ষ্য করে হামলা চালায়। এতে সন্দেহভাজনরা নিহত হয়। এর আগে হামলাকারী সন্ত্রাসী গোষ্ঠীকে কঠোর জবাব দেয়ার ঘোষণা দিয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল সিসি। গত শুক্রবারের ওই হামলায় অন্তত ২৩৫ জন নিহত হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে। আহতের সংখ্যাও শতাধিক।

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ওই হামলার দায় স্বীকার না করলেও সাম্প্রতিক বছরগুলোতে সিনাইয়ে আইএস সংশ্লিষ্ট জঙ্গিগোষ্ঠীর তrপরতা বাড়ায় ঘটনার জন্য তাদেরই সন্দেহ করা হচ্ছে।

২০১৫ সালে রাশিয়ার একটি বিমান ধ্বংস করে ২২৪ জনকে হত্যার ঘটনাতেও আইএসপন্থি জঙ্গিরা জড়িত ছিলো বলে সন্দেহ করা হয়।

ওবামা কন্যার চুম্বন ভিডিও ইস্যুতে পাশে দাঁড়ালেন ট্রাম্প ও ক্লিন্টন কন্যা

মাথাভাঙ্গা মনিটর: একটি চুম্বন দৃশ্যের ভিডিও নিয়ে তুমুল বিতর্কের মধ্যে ওবামার কন্যা মালিয়ার পাশে দাঁড়ালেন ইভাঙ্কা ট্রাম্প ও চেলসি ক্লিন্টন। ইভাঙ্কা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় মেয়ে আর চেলসি প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের কন্যা। দুজনেই তাদের টুইটে মালিয়ার ব্যক্তিজীবনে উঁকি মারার জন্য সংবাদ মাধ্যমকে দায়ী করেছেন। মালিয়ার গোপনীয়তা রক্ষার অধিকার হরণের অভিযোগ করেছেন।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, ওবামার বড় মেয়ে মালিয়া একটি ফুটবল ম্যাচ দেখতে গিয়ে তার সহপাঠীকে চুম্বন করছেন আর সিগারেটের ধোঁয়া ওড়াচ্ছেন, এমন একটি ভিডিও সম্প্রতি প্রকাশ করেছে আমেরিকার রক্ষণশীল সংবাদ মাধ্যমগুলো। আর তা নিয়ে মার্কিন মুলুকে শুরু হয়ে গেছে তুমুল শোরগোল। নানা রকম মন্তব্য করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

ওবামাকে বোমা পাঠানো টেক্সাসের সেই নারী গ্রেফতার

মাথাভাঙ্গা মনিটর: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওমাকে বোমা পাঠানোর অভিযোগে টেক্সাসের এক নারীকে গ্রেফতার করা হয়েছে। ২০১৬ সালে ওই নারী প্রেসিডেন্ট ওবামা ও টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবটকে বোমাটি পাঠিয়েছিলেন। এতোদিন ওই নারী চুল ছেটে ছদ্মবেশে থাকায় তাকে গ্রেফতার করা যায়নি।

হিউস্টনের একটি আদালতের নথি অনুযায়ী, ওবামা ও টেক্সাসের গভর্নরকে একটি বিস্ফোরক ডিভাইস, একটি মোবাইল ফোন, একটি সিগারেট প্যাকেট এবং একটি সালাদ ড্রেসিংয়ের ক্যাপ পাঠানো হয়েছিলো। নথিতে আরও বলা হয়, ওবামাকে পাঠানো ওই পার্সেলে প্রায় একই বিস্ফোরক ডিভাইস পাঠানো হয়েছিলো। তবে তা তল্লাশিতে ধরা পড়ায় আর কোনো অঘটন ঘটেনি।

রাম খ্যাত অভিনেতা ধর্ষণের দায়ে গ্রেফতার

মাথাভাঙ্গা মনিটর: ভারতের জনপ্রিয় রোম্যান্টিক থ্রিলার ধারাবাহিক ‘বেহদ’ এ নেগেটিভ চরিত্রে দেখা গিয়েছিলো তাকে। এছাড়াও ‘দেবো কা দেব…মহাদেব’ ধারাবাহিকে রামের চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন পীয়ূষ। ধর্ষণের অভিযোগে তাকেই গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ।

জানা গিয়েছে, অভিনেতা পীয়ূষ সহদেবের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন  লিভ ইন পার্টনারই। ভারতীয় মিডিয়ার খবর, ২৩ বছরের ওই ফ্যাশন ডিজাইনারের সঙ্গে গত দু’মাস ধরে লিভ টুগেদার করেন পীয়ূষ।  ওই ফ্যাশন ডিজাইনারের অভিযোগ, অভিনয় এবং মডেলিংয়ে সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে বারবার তাকে ধর্ষণ করেছেন পীয়ূষ।

ছোটপর্দার জনপ্রিয় তারকা পীয়ূষ সহদেবের গ্রেফতারিতে চাঞ্চল্য ছড়িয়েছে ভারতের গ্ল্যামার দুনিয়ায়। এমনকি তার নিজের বোনও অবাক হয়েছেন।