মাথাভাঙ্গা মনিটর: সিরিয়ার গৃহযুদ্ধে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ১ লাখ ২৫ হাজার ৮৩৫ জনে। এর মধ্যে এক-তৃতীয়াংশেরও বেশি বেসামরিক নাগরিক রয়েছেন। গৃহযুদ্ধে ৬ হাজার ৬২৭ শিশু প্রাণ হারিয়েছে। প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সশস্ত্র বাহিনী ও আসাদ-সমর্থক স্থানীয় যোদ্ধাবাহিনীর কমপক্ষে ৫০ হাজার ৪৩০ সদস্য এবং অন্তত ২৭ হাজার ৭৪৬ জন বিদ্রোহী নিহত হয়েছে। এর মধ্যে বিদ্রোহীদের পক্ষে বিদেশি ৬ হাজার যোদ্ধাও রয়েছে। বৃটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ পরিসংখ্যান দিয়েছে। তবে, প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে মনে করা হচ্ছে। বহু লড়াইয়ে নিহত বিদ্রোহীদের প্রকৃত সংখ্যা গোপন করা হয়েছে। সরকার ও বিদ্রোহী পক্ষে আরও কমপক্ষে ৪০ হাজার যোদ্ধা নিহত হলেও, তার যথাযথ প্রমাণ সংগ্রহ করতে না পারায়, তা এ পরিসংখ্যানে অন্তর্ভুক্ত করা হয়নি। জাতিসংঘ মহাসচিব বান কি-মুনসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকবান সকল ব্যক্তিকে সিরিয়ার গৃহযুদ্ধ বন্ধে তাদের প্রচেষ্টাকে আরও বাড়ানোর অনুরোধ জানিয়েছে পর্যবেক্ষক সংগঠনটি। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আবদেল রহমান এক বিবৃতিতে এ আহ্বান জানান। জাতিসংঘের কয়েক মাস আগে দেয়া সর্বশেষ পরিসংখ্যানে, নিহতের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে বলে উল্লেখ করা হয়েছিলো। এরপর আর নতুন কোনো তথ্য দেয়া হয়নি।