আলমডাঙ্গা ব্যুরো: মাদক ও চুরি মামলার আসামি আলমডাঙ্গা স্টেশনপাড়ার রবিউল ও জেহালা বাজারের রঞ্জুকে গ্রেফতার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ । গতকাল বৃহস্পতিবার ও বুধবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, আলমডাঙ্গা রেল স্টেশনের মাদক স¤্রাট রেজাউল কালার ছেলে রবিউল (২৮) একাধিক চুরি ও মাদক মামলার আসামি। রবিউলের মা মুন্নিও মাদক স¤্রাজ্ঞী। সম্প্রতি বাবা জেলে থাকায় রবিউল দিনে মাদক ব্যবসা করে ও রাতে পৌর এলাকায় চুরি করে বেড়ায়। গত বুধবার রাত ১টার পর রেল স্টেশন এলাকায় সন্দেহজনক ঘোরাঘুরি করাকালে তাকে আটক করে আলমডাঙ্গা থানার এএসআই খালেদ। পরে রবিউল শহরের বিভিন্ন পাড়ায় চুরির সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে। এছাড়াও মুন্সিগঞ্জ ক্যাম্প আইসি জেহালা বাজারে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী জেহালার দলিলুর রহমান দুলুর ছেলে রাশেদুল ইসলাম রঞ্জুকে আটক করে। আটকের পর রঞ্জু স্বীকার করে সে পাখি ভ্যান চালিয়ে মাদক বিক্রয় করে বেড়ায় এবং রাতে বিভিন্ন জায়গায় চুরিও করে। গতকালই তাদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।