দামুড়হুদায় পুলিশের বিশেষ অভিযানের ৫ ওয়ারেন্টিসহ ১৬ জন আটক

দামুড়হুদা প্রতিনিধি : চুয়াডাঙ্গার নবাগত পুলিশ সুপার মাহবুবুর রহমান (পিপিএম) চুয়াডাঙ্গাকে মাদকমুক্ত করতে বিশেষ অভিযানের নিদের্শনা দিয়েছেন। তারই নির্দেশনা মোতাবেক চলমান অভিযানের অংশ হিসেবে দামুড়হুদা মডেল থানা ও দর্শনা তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা নিয়মিতভাবে মাদকবিরোধী ঝটিকা অভিযান অব্যাহত রেখেছেন। অভিযানের ৪র্থ দিনে গতকাল বৃহস্পতিবার ৫জন গ্রেফতারি পরোয়ানাভুক্ত এবং ১১ জন মাদকসেবীসহ মোট ১৬ জনকে আটক করা হয়েছে। আটক ১৬ জনের মধ্যে ১১ জনের নামে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আকরাম হোসেনের নেতৃত্বে দর্শনা তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ শোনিত কুমার গাইনের সার্বিক সহযোগিতায় কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আসাদ, দর্শনা তদন্ত কেন্দ্রের এসআই জাহাঙ্গীর আলম খান, দামুড়হুদা মডেল থানার এএসআই সাজেদুল, এএসআই মনিরুল, এএসআই সবেদ আলী সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনা রেলগেটসহ চুয়াডাঙ্গা-দর্শনা সড়কের বিভিন্নস্থানে মাদকবিরোধী ঝটিকা অভিযান পরিচালনা করছেন। আটককৃতরা হলেন, চুয়াডাঙ্গা জেলা সদরের ডিহিকৃষ্ণপুরের বাহারের ছেলে হাসমত আলী (৩৫), একই গ্রামের আজিজুলের ছেলে আয়াত আলী (৩২), রাঙিয়ারপোতা গ্রামের আ. রহমানের ছেলে কবির হোসেন (৪০), জীবননগর উপজেলার হাসাদহের মৃত আ. করিমের ছেলে খলিল (৪৫), ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার গোয়ালহুদার আ. জব্বারের ছেলে মিজানুর রহমান (৪০), দর্শনা ঈশ্বরচন্দ্রপুরের মৃত আকবর আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩৫), শান্তিপাড়ার মিয়ার ছেলে রিদয় হোসেন (২৫), ইসলামপাড়ার আ. গফুরের ছেলে আ. কুদ্দুস (৩৫), আজমপুরের মইরদ্দির ছেলে মজনু (৩২), ও মিলন (২৫), হঠাৎপাড়ার মোস্তফা দেওয়ান, কানাইডাঙ্গার বক্স মন্ডলের তিন ছেলে জিয়া (৪২), সোহেল ও মামুন, একই গ্রামের আজিজুর রহমানের ছেলে আবু তালেব, জগন্নাথপুরের শের আলীর ছেলে আরিফুল ইসলাম।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আকরাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, জেলা পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। ৪ দিনে এ পর্যন্ত মোট ৪২ জনকে আটক করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

Leave a comment