মেহেরপুর অফিস: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মেহেরপুর জেলা ইউনিটের ত্রৈ-বার্ষিক নির্বাচন-২০১৭ এর নির্বাচনী ফলাফল ঘোষিত হয়েছে। ঘোষিত ফলাফলে ৭ সদস্য বিশিষ্ট কমিটিতে খন্দকার একরামুল হক সেক্রেটারি নির্বাচিত হয়েছেন। এছাড়া কমিটির অন্যান্যরা হলেন- ভাইস চেয়ারম্যান কেএম আতাউল হাকিম এবং নির্বাহী সদস্যরা হলেন- আশকার আলী, অ্যাড. একেএম শফিকুল আলম, অ্যাড. খন্দকার আব্দুল মতিন, অ্যাড. ইয়ারুল ইসলাম ও শামীম আরা হীরা।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মেহেরপুর জেলা ইউনিটের ত্রৈ-বার্ষিক নির্বাচন-২০১৭ এর প্রধান নির্বাচন কমিশনার ছিলেন নূরুল আহমেদ। গতকাল বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে তিনি বলেন, পদাধিকার বলে জেলা পরিষদের চেয়ারম্যান মহোদয় প্রেসিডেন্ট হবেন। সেমতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মেহেরপুর জেলা ইউনিটে প্রেসিডেন্ট হয়েছেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. গোলাম রসুল। তিনি আরও বলেন- ৭ সদস্য বিশিষ্ট কমিটির ত্রৈ-বার্ষিক নির্বাচনে মাত্র ৭টি মনোনয়নপত্র জমা পড়ে। কোনো প্রার্থীর মনোনয়ন বাতিল না হওয়ায় ও কোনো প্রার্থী মনোনয়ন প্রত্যাহার না করায় কিংবা কোনো পদে প্রতিদ্বন্দি¦তা না থাকায় প্রধান নির্বাচন কমিশনার বে-সরকারিভাবে ওই ফলাফল ঘোষণা করেন। এসময় সেখানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মেহেরপুর জেলা ইউনিটের ইউনিট লেবেল অফিসার জিয়াউল আহসান, নির্বাচন কমিশনার আব্দুর রব বিশ্বাস, খন্দকার সামসুজ্জোহা সোহাগ প্রমুখ।