মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ সমূহের ব্রান্ডিং, ভিশন ২০২১, সন্ত্রাস ও জঙ্গিবাদ এবং বিভিন্ন ক্ষেত্রে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিতকরণ এবং সম্পৃক্তকরণের লক্ষ্যে প্রেস বিফিং অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার সকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে এ প্রেস বিফিং হয়। জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, প্রেসক্লাবের সাধারন সম্পাদক রফিক উল আলম। এসময় সেখানে মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি আল আমিন হোসেনসহ জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিককেরা উপস্থিত ছিলেন।