মাথাভাঙ্গা মনিটর: ইতিলির শীর্ষ লিগ সেরি আতে গত সোমবার রাতে গোলবন্যার দুটি ম্যাচে জয় পেয়েছে নাপোলি ও ফিওরেন্টিনা। সাবেক রিয়াল মাদ্রিদ তারকা গঞ্জালো হিগুয়াইনের জোড়া গোলে নাপোলি ৪-২ গোলে হারিয়েছে লাৎসিওকে। অপর খেলায় বোর্জা ভালেরোর জোড়া গোলে ভেরোনাকে ৪-৩ গোলে হারিয়েছে ফিওরেন্তিনা। অলিম্পিক স্টেডিয়ামে ২৪ মিনিটে হিগুয়াইনের লক্ষ্যভেদে এগিয়ে যায় নাপোলি। দু মিনিট পরে ব্রাহিমির আত্মঘাতী গোল খেলায় সমতা ফেরে। দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে গোরান পানদেভ ও ৭২ মিনিটে হিগুয়াইনের দ্বিতীয় গোল ৩-১ গোলে এগিয়ে যায় নাপোলি। ৮৮ মিনিটে ব্লাদে দিয়াও কেইটা ব্যবধান কমালেও অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে জোসে কালেহনের লক্ষ্যভেদ তৃতীয় স্থানে থাকা দলটির সহজ জয় নিশ্চিত করে। এ জয়ে ১৪ খেলায় ৩১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তিন নম্বরেই আছে নাপোলি। ৩৭ পয়েন্ট নিয়ে জুভেন্টাস শীর্ষে ও ৩৪ পয়েন্ট নিয়ে রোমা দ্বিতীয় স্থানে রয়েছে। উত্তেজনাপূর্ণ অন্য ম্যাচটিতে প্রথম ১৪ মিনিটেই দু বার করে লক্ষ্যভেদ করে ভেরোনা ও ফিওরেন্তিনা।
পঞ্চম মিনিটে ভালেরোর গোলে এগিয়ে যায় ফিওরেন্তিনা। পরের মিনিটে রমুলোর লক্ষ্যেভেদে সমতা ফেরায় হালেস ভেরোনা। ১৩ মিনিটে হুয়ান তুরবের গোলে এগিয়ে যায় অতিথিরা। এক মিনিট পর ভালেরোর দ্বিতীয় গোলে সমতা ফেরায় ফিওরেন্তিনা। ৪৩ মিনিটে হুয়ান বার্গাসের গোল দ্বিতীয়বারের মতো এগিয়ে নেয় ফিওরেন্তিনাকে। ৫৩ মিনিটে দ্বিতীয় হলুদকার্ড দেখে বসকো ইয়ানকোভিচ মাঠ ছাড়লে দশজনের দলে পরিণত হওয়া ভেরোনা আর পেরে উঠেনি। পেনাল্টি থেকে গোল করে ব্যবধান আরো বাড়ান জুজেপ্পে রস্সি। ম্যাচের ৭২ মিনিটে জর্জিনহোর গোলে ব্যবধান (৪-৩) কমালেও হার এড়াতে পারেনি ভেরোনা। ২৭ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে ইন্টারমিলানের পেছনে পরে পাঁচ নম্বরে আছে ফিওরেন্তিনা। ২২ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে রয়েছে ভেরোনা।