মাথাভাঙ্গা মনিটর: প্রতি বছরের মতো এরই মধ্যে থার্টিফার্স্ট নাইট নিয়ে শুরু হয়েছে নানান জল্পনা-কল্পনা। বিশেষ করে এরই মধ্যে বলিউড তারকাদের নিয়ে শো করার জন্য ভারত তথা সারা বিশ্বেই শুরু হয়েছে অনেক আয়োজন। গত কয়েক বছরের তুলনায় এবারও আকাশছোঁয়া সম্মানির মাধ্যমে বলিউড তারকাদের দিয়ে শো করার প্রস্তুতি চলছে। এর মধ্যে সেক্সসিম্বল অভিনেত্রীদের কদরই বেশি। ইতোমধ্যে এসব অভিনেত্রীকে নিয়ে শো করার জোর প্রতিযোগিতাও শুরু হয়েছে। তবে এ বছর প্রথমবারের মতো দু কোটি রুপিতে থার্টিফার্স্ট নাইটে নাচ দেখানোর জন্য চুক্তিবদ্ধ হয়েছেন রাখি সাওয়ান্ত। মুম্বইর একটি পাঁচ তারকা হোটেলে থার্টিফার্স্টের জমকালো আয়োজনে রাখিকে এ আকাশছোঁয়া সম্মানিতে নেয়া হয়েছে। দু দিনব্যাপি এ নিউ ইয়ার সেলিব্রেশন অনুষ্ঠানে নাচবেন রাখি। নিজের জনপ্রিয় আইটেম গানগুলোতেই মূলত খোলামেলা হয়ে পারফর্ম করবেন তিনি এখানে। ইতোমধ্যে দু রাতের জন্য দু কোটি রুপিতে চুক্তিবদ্ধও হয়েছেন রাখি।