চুয়াডাঙ্গার সুবদিয়ার সাজাপ্রাপ্ত সজিব মাহামুদকে গ্রেফতার করেছে পুলিশ

সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার সুবদিয়ার সজিব মাহমুদকে গ্রেফতার করেছে পুলিশ। সে একটি মামলার সাজাপ্রাপ্ত আসামি। সোমবার রাত ২টার দিকে সরোজগঞ্জ ফাঁড়ি পুলিশ তাকে গ্রেফতার করে।
পুলিশ জানিয়েছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের সুবদিয়া মাঝেরপাড়ার ইছাহক আলীর ছেলে সজিব মাহমুদ চুয়াডাঙ্গা কোর্টের অর্থ সংক্রান্ত মামলার ৩ মাসের সাজাপ্রাপ্ত ও ২ লক্ষ ৮০ হাজার জরিমানা প্রাপ্ত। সরোজগঞ্জ ক্যাম্পের এএসআই সাকের আলী গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাত ২টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেন। পুলিশ জানায়, সজিব মাহমুদ দীর্ঘদিন গ্রেফতার এড়িয়ে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিলো। গ্রেফতারকৃত সজিব মাহামুদকে মঙ্গলবার ভোরে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Leave a comment