খবর: (মহেশপুরে পিস্তলসহ যুবলীগ ক্যাডার স্বপন গ্রেফতার)
মাঝে মাঝে ফোটাও গুলি
গায়ে ভীষণ বল,
হাতে নিয়ে ছুটে চলো
জাপানি পিস্তল।
গোজের গোড়ায় যখন পড়ো
আসে কঠিন ফের,
তুমি নাকি মূর্ত প্রতিক
বড় আতঙ্কের।
কোথায় তোমার নেতা-গুতা
কয় না কিছু আর,
হাজতখানা থেকে তোমার
কে করে উদ্ধার?
-আহাদ আলী মোল্লা