প্রতারণার মামলা করে বেকায়দায় ভাগ্নি ও তার পরিবার

বিদেশে পাঠানোর নাম করে ভাগ্নির নিকট থেকে অর্থ আত্মসাৎ

জীবননগর ব্যুরো: সুন্দরী ভাগ্নিকে বিদেশে পাঠানোর নাম করে তার দরিদ্র পরিবারের নিকট থেকে আড়াই লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে মামি ও প্রতারক দালাল চক্র। তাদের বিরুদ্ধে আদালতে প্রতারণার মামলা করে এখন বেকায়দায় পড়েছে জীবননগর উপজেলার হাসাদাহ আদর্শপাড়ার সোনিয়া খাতুন (২২) ও তার পরিবার। মামলা তুলে নিতে হুমকি দেয়ায় হতদরিদ্র এ পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে।
জীবননগর উপজেলার হাসাদাহ আদর্শপাড়ার দিন মজুর তোফাজ্জেল আলীর মেয়ে সোনিয়া খাতুন তার মামলার আরজিতে উল্লেখ করেছেন, ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার খাঁ পুরন্দপুর গ্রামের তার মামা মজিবর রহমানের স্ত্রী কহিনুর বেগম আদম ব্যবসায়ীর দালাল আতর আলীর ছেলে আনছার আলী, তার স্ত্রী আনজুরা কামাল উদ্দিনের স্ত্রী রিজিয়া খাতুন ও হাসাদাহের মৃত বারীক ম-লের ছেলে রমজান আলী এবং মৃত ইসমাইল হোসেনের ছেলে শুকুর আলী সৌদি আরবে ৬০ হাজার টাকা বেতনের চাকরির কথা বলে তাকে প্রলোভন দেখায়। এক মাসের মধ্যে তাকে সৌদি আরবে পাঠিয়ে দেয়ার কথা বললে সোনিয়ার মা-বাবার নিকট ৫ লাখ টাকা দাবি করেন। মেয়েকে মোটা বেতনের চাকরিতে পাঠাতে রাজি হলে আসামীরা সোনিয়ার দরিদ্র পিতার নিকট থেকে আড়াই লাখ টাকা অগ্রীম গ্রহণ করেন। পরে তাকে বিদেশে না পাঠিয়ে তার নিকট থেকে পাসপোর্ট নিয়ে নেয়া হয় এবং ট্রেনিঙের কথা বলে কালক্ষেপন শুরু করে। আজ নয় কাল এ বলে দীর্ঘদিন ঘোরানোর পর শেষে টাঙ্গাইল জেলার একটি ট্রেনিং সেন্টারে তাকে ট্রেনিঙের জন্য পাঠিয়ে দেয়া হয়। এখানে ট্রেনিঙের একপর্যায়ে কৌশলে তার মস্তিষ্ক বিকৃত ঘটিয়ে তাকে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। আড়াই লাখ টাকা ফেরত দেয়ার জন্য চাপ সৃষ্টি করলে নানা অজুহাতে ঘুরাতে শুরু করে। এদিকে অসুস্থ মেয়েকে চিকিৎসা করে সুস্থ করার পর প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়া টাকা ফেরতের জন্য আদালতে মামলা দায়ের করলে মামীসহ অন্যান্য আসামীরা নানা ভাবে সোনিয়া ও তার পরিবারকে গুম ও হত্যা করে ভারতে পালিয়ে যাওয়ার হুমকি দেয়াতে সোনিয়া ও তার পরিবার দিশেহারা হয়ে পড়েছেন বলে অভিযোগ করেছেন।

Leave a comment