জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলা শহরের নারায়ণপুরে স্ট্রোকে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার পুকুরে গোসল করার সময় সে স্ট্রোকে আক্রান্ত হয়। অসুস্থ অবস্থায় তাকে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে ও পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কলেজ ছাত্রী মুন্নি (১৭) এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী ছিলো।
জানা যায়, জীবননগর উপজেলা শহরের নারায়ণপুরের মুনসুর আলীর মেয়ে মুন্নি এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী। গতকাল দুপুরে সে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। গোসল করে পুকুর থেকে ওঠার পর সে স্ট্রোকে আক্রান্ত হয়। সঙ্গে সঙ্গে তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে নেয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার করেন। চুয়াডাঙ্গা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কলেজ ছাত্রী মুন্নির আকস্মিক এ মৃত্যুতে তার পরিবার শোকে মুহ্যমান হয়ে পড়েছে।