দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে দুমদ্যপায়ীকে আটক করেছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে দামুড়হুদা মডেল থানার ওসি আকরাম হোসেনের নেতৃত্বে এসআই আব্দুল বাকী ও এএসআই মহিউদ্দীন সঙ্গীয় ফোর্স নিয়ে বড়দুধপাতিলা গ্রামে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলা সদরের দোস্ত গ্রামের আব্দুল হাকিমের ছেলে আরিফুল ইসলাম (২৪) একই গ্রামের বাবুল হোসেনের ছেলে শহিদুল ইসলামকে (২২) মদ্যপ অবস্থায় আটক করা হয়। পুলিশ বিষয়টি দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসানকে জানালে তিনি তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌছে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উভয়কেই ৫হাজার টাকা জরিমানা অনাদায়ে ১মাস করে বিনাশ্রম কারাদ-ের আদেশ দেন। জরিমানার টাকা নগদে পরিশোধ করলে তাদেরকে ছেড়ে দেয়া হয়।