ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের বিভিন্ন পদ পেলেন মেহেরপুরের ৭ শিক্ষার্থী

মেহেরপুর অফিস: মেহেরপুর জেলার কৃতি সন্তান ঢাকাবিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত মেধাবী ৭জন শিক্ষার্থী বাংলাদেশ ছাত্রলীগের ১নং ইউনিট ঢাকাবিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল শাখা ছাত্রলীগের পদ পেয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় ঢাকাবিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স প্রত্যেক হলে যেয়ে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। এরা হলেন বিশ্ববিদ্যালয়ের টুইন টওয়ার খ্যাত বিজয় একাত্তর হলের ছাত্রলীগের নবগঠিত কমিটির সহ-সভাপতি পদে শাহিন জামান, সাংগঠনিক সম্পাদক পদে শামিম রেজা, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক উপ-সম্পাদক পদে রাসেল রানা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হল ছাত্রলীগের সমাজসেবা বিষয়ক সম্পাদক পদে রিপন, উপ-ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক পদে হাসিবুল ইসলাম অংকন, ড. মোহাম্মদ শহিদুল্লাহ হল ছাত্রলীগের সহ-সম্পাদক পদে ইয়াসির আরাফাত ও আইন অনুষদ ছাত্রলীগের সহ-সম্পাদক পারভেজ আহমেদ।

Leave a comment