আসমানখালী প্রতিনিধি: মেহেরপুর গাংনীর ধানখোলা গ্রামের গৃহবধূ সাগরী খাতুনকে ৫ দিন পরে উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় আলমডাঙ্গার আসমানখালী বাজার থেকে উদ্ধার করা হয়। সাগরী খাতুন (২০) আলমডাঙ্গার ভোগাইলবগাদি গ্রামের আব্দুস সামাদের মেয়ে। গত সোমবার সাগরী শ্বশুড়বাড়ি থেকে ৬০ হাজার টাকা নিয়ে নিখোঁজ হয়েছিলো বলে অভিযোগ ওঠে।
জানা গেছে, চুয়াডাঙ্গা আলমডাঙ্গার ভোগাইলবগাদি গ্রামের আব্দুস সামাদের মেয়ে সাগরী খাতুনে বিয়ে হয় পার্শ্ববর্তী মেহেরপুর জেলার গাংনী উপজেলার ধানখোলা গ্রামের ইলাহি ম-লের ছেলে সাইফুল ইসলামের সাথে। অভিযোগ ওঠে সাগরী খাতুন গত সোমবার শ্বশুড়বাড়ি থেকে ৬০ টাকা নিয়ে পালিয়ে যায়। এ বিয়ে গাংনী থানায় সাধারণ ডায়েরি করা হয়। গতকাল শনিবার গোপন সংবাদের ভিত্তিতে সাগরীর স্বামী সাইফুল ইসলাম আসমানখালী বাজারে একটি বাস থেকে তাকে উদ্ধার করে। পরে পুলিশের সহায়তায় সাগরীর পিতার নিকট তুলে দেয়া হয়।