মেহেরপুর সদরে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিচ্ছে ৪ হাজার ৮৬০ জন

মেহেরপুর অফিস: এ বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় মেহেরপুর সদর উপজেলায় মোট ১২টি কেন্দ্রে ৪ হাজার ৮শ ৬০ জন এবং ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় মোট ২টি কেন্দ্রে ২৭৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে।
মেহেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অপিলউদ্দিন জানান, এ বছর মেহেরপুর সদর উপজেলার ৪ হাজার ৮শ ৬০ জন শিক্ষার্থী প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ও মাত্র ২৭৪ জন শিক্ষার্থী ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করছে। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার জন্য ১২টি কেন্দ্র ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার জন্য ২টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। প্রথমদিন আজ রোববার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় উজুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৪শ ৪০ জন, শোলমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩শ ৮৯ জন, গোভীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২শ ১০ জন, শালিকা সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৪শ ৪৬ জন, আমঝুপি সরকারি বালক প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৫শ ৬৩ জন, শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৪শ ৪৬ জন, রাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২শ ৭১ জন, টেংরামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২শ ৪৬ জন, মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৪শ ১৪ জন, যাদুখালী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৪শ ৭৫ জন, শহীদ ক্যাপ্টেন আশরাফুল হাফিজ খান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৪শ ৮২ জন ও এসএম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৪শ ৭৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।
এছাড়া ইংরেজিতে ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় মেহেরপুর দারুল উলুম আহমদিয়া ফাজিল মাদরাসায় ১শ ২৩ জন ও আমঝুপি আলীম মাদরাসা কেন্দ্রে ১শ ৫১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
এদিকে মেহেরপুর সদর উপজেলার বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এদিকে গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যালয় মিলনায়তনে পিটিএ কমিটির সভাপতি সমেজউদ্দিনের সভাপতিত্বে এই সংবর্ধনা সভা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু রায়েছ লাবলু। আরো বক্তব্য বাখেন সহকারী শিক্ষিকা মিনা পারভিন, ফিরোজা পারভিন, সাজেদা খাতুন ও সহকারী শিক্ষক শরিফুল ইসলাম।
মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, মুজিবনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান জানান, মুজিবনগর উপজেলার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় মুজিবনগর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১শ ২৮ ছাত্র ও ১শ ২৮ ছাত্রী, দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১শ ৭৭ ছাত্র ও ২শ ৭ ছাত্রী, কোমরপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১শ ৮৯ জন ছাত্র ও ২শ ৪ জন ছাত্রী, আনন্দবাস এম.এম একাডেমী কেন্দ্রে ২শ ৬ জন ছাত্র ও ২শ ২৮ ছাত্রী, শিবপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ২শ ৮৪ ছাত্র ও ২শ ১০ ছাত্রী পরীক্ষায় অংশ নিচ্ছে। উপজেলায় ৫টি কেন্দ্রে মোট ১ হাজার ৯শ ২৫ জন প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিচ্ছে।
এছাড়া ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় মুজিবনগর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ১৯ জন, কোমরপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৪ জন ও দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়ে ২৪ জন ও শিবপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১০ জন অংশ নিচ্ছে। এবছর ইবতেদায়ি পরীক্ষায় ৪টি মোট কেন্দ্রে মোট ৫৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

Leave a comment