অন্ধত্ব দূরীকরণে জীবননগরে ব্র্যাক আই কেয়ার কর্মসূচি নিয়ে অবহিতকরণসভা

জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গা জেলা থেকে চোখের ছানিজনিত অন্ধত্ব দূর করার জন্য জেলা আই কেয়ার কর্মসূচি’র কার্যক্রম শুরু করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। প্রকল্পটি বাংলাদেশ সরকারের ন্যাশনাল আইকেয়ার, সাইটসেভার্স ও ব্র্যাকের যৌথ উদ্যোগে বাস্তবায়িত হচ্ছে। এ কর্মসূচি ২০১৯ সাল পর্যন্ত চলমান থাকবে। ওই প্রকল্পের আওতায় সাইটসেভার্সের অর্থায়নে ও আদ-দ্বীন চক্ষু হাসপাতালের সহযোগিতায় চোখে ছানিপড়া রোগীদের বিনামূল্যে অপারেশন করানো হচ্ছে। এ উপলক্ষে গতকাল বুধবার দুপুরে জীবননগর উপজেলা পরিষদের ভিডিও কনফারেন্স হলরুমে অবহিতকরণসভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা চেয়ারম্যান আবু আব্দুল লতিফ অমল, উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি ও ব্র্যাকের জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। প্রকল্পের কার্যক্রম সম্পর্কিত মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম। তিনি জানান যে, গত মে মাস থেকে চুয়াডাঙ্গা জেলায় উল্লেখিত কর্মসূচি কার্যক্রম শুরু করে জীবননগর উপজেলায় ২টি চক্ষু ক্যাম্পেইনের মাধ্যমে ৩৭০ রোগীর প্রাথমিক চক্ষু চিকিৎসা প্রদান করা হয়েছে এবং ৪৪ রোগীর বিনামূল্যে ছানি অপারেশন করা হয়েছে। এখানে উপস্থাপক আরও জানান যে, অপারেশনযোগ্য রোগীদের সংস্থার নিজস্ব পরিবহনে যশোর আদ-দ্বীন হাসপতালে নিয়ে অপারেশন করা হয় এবং অপারেশন পরবর্তী রোগীদের বাড়ি বাড়ি গিয়ে ফলোআপ করা হয়। সভায় উপজেলা চেয়ারম্যান আবু আব্দুল লতিফ অমল অন্ধত্ব দূরীকরণে ব্র্যাককে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

Leave a comment