মেহেরপুরে হেলথ প্রকল্পের অবহিতকরন সভা অনুষ্ঠিত

মেহেরপুর অফিস: মেহেরপুরের গাংনী উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের মাধ্যমে ওয়াটার, স্যানিটেশন ও হাইজিন ব্যবস্থার উন্নয়নে থানার পাশাপাশি উপজেলা কমিউনিটি ক্লিনিকগুলোর এ উন্নয়নে কাজ করবে এসকেএস ফাউন্ডেশন নামে একটি দাতা সংস্থা। এ উপলক্ষে এলজিআই লেড ওয়াস ইন হেলথ প্রকল্পে অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে জেলা পরিষদের হলরুমে সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন জিকেএম শামসুজ্জামান। প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খাইরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ ফরিদ আহামেদ, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, ওয়াটার এইড এর হেড অব প্রোগ্রাম আফতাব ওপেল, এসকেএস ফাউন্ডেশনের হেড অব প্রোগ্রাম রজব আলী। গাংনী প্রকল্প সমন্বয়কারী মিজানুর রহমান, এলজিআই লেড ওয়াস ইন হেলথ প্রকল্পের সার্বিক দিক তুলে ধরেন। সভায় বক্তব্য রাখেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী আজিমদ্দিন সরদার, মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিক-উল-আলম, সেভ দ্যা চিলড্রেনের সিনিয়র ম্যানেজার ফারুক হোসেন, জেলা আওয়ামী লীগের সহ -সভাপতি আশকার আলী, পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোশারফ হোসেন প্রমুখ। এসময় সেখানে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার মোহাম্মদ আলী, প্রেসক্লাবের সভাপতি আলামিন হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা শফিউল আজম, এসকেএস ফাউন্ডেশনের উপজেলা প্রোজেক্ট অফিসার কাজি সোয়েব এমরানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তারা।

Leave a comment