ডাকবাংলা প্রতিনিধিঃ ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা উত্তর নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ গতকাল বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল কমিটির সভাপতি পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আসাদুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শাম্মী ইসলাম, স্কুল কমিটির সদস্য নোয়াব আলী মেম্বার, ১নং সাধুহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী নাজীর উদ্দীন চেয়ারম্যান, স্কুল কমিটির সাবেক সভাপতি মোজাম্মল শেখ, প্রধান শিক্ষক আবু দাউদ, সহকারী প্রধান শিক্ষক নজরুল ইসলাম, মশিউর রহমান মাস্টার প্রমুখ। প্রধান অতিথি বলেন, জাতি গঠনে ছাত্র-ছাত্রীদের ভূমিকা অনেক, তাই লেখাপড়ার দিকে ব্যাপক গুরুত্ব দিতে হবে। আশা করবো এই স্কুলের ছাত্র-ছাত্রীরা দেশের গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে। উপজেলা নির্বাহী অফিসার শাম্মী ইসলাম বলেন, মেয়েরা তোমরা নিজেদের পায়ে দাঁড়াতে শেখো। ১৮ বছরের আগে কেউ বিয়ে করবে না। তিনি অভিভাবকদের বলেন, আপনার মেয়েকে সু-শিক্ষায় শিক্ষিত করাতে হবে। স্কুল কমিটির সভপতি পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু ৪জন মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুলে আসা যাওয়ার জন্য বাইসাইকেল উপহার দেন।