ডাকাতি মামলায় আলমডাঙ্গার হাটুভাঙ্গার মাদকব্যবসায়ী পাঞ্জাব গ্রেফতার

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার হাটুভাঙ্গা-হাটবোয়ালিয়া এলাকার মাদকব্যবসায়ীকে পুলিশ গ্রেফতার করেছে। গত মঙ্গলবার রাতে আলমডাঙ্গা থানা পুলিশ তাকে গ্রেফতার করে। পাঞ্জাবের বিরুদ্ধে ডাকাতি মামলা রয়েছে বলে জানা গেছে।
পুলিশসূত্রে জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার হাটুভাঙ্গা গ্রামের ওমর আলীর ছেলে পাঞ্জাব আলী মাদকব্যবসায়ী। তার বিরুদ্ধে ফেনসিডিল, হেরোইন ও ইয়াবা ট্যাবলেট পাইকারি ও খুচরা বিক্রি করার অভিযোগ রয়েছে। ইতঃপূর্বে একাধিকবার তাকে মাদকদ্রব্যসহ র‌্যাব ও পুলিশ আটক করেছিলো। এছাড়া পাঞ্জাবের বিরুদ্ধে ডাকাতি মামলাও রয়েছে। আজ বৃহস্পতিবার সংশ্লিষ্ট মামলায় তাকে আদালতে সোপর্দ করা হতে পারে।

Leave a comment