ওয়াজ ও নামযজ্ঞের জন্য প্রশাসনের অনুমতি নিতে হবে

চুয়াডাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির সভায় জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ বলেছেন‘ অনুমতি ছাড়া মাইক ভাড়া দিলে জব্দ করা হবে। শীতের সময় ওয়াজমাহফিল বেড়ে যায়। এখন ছাত্র-ছাত্রীদের পরীক্ষার সময়। ওয়াজ ও নামযজ্ঞের জন্য প্রশাসনের অনুমতি নিতে হবে। জেলা ও উপজেলায় এবিষয়গুলো মানতে হবে। সীমান্তের কাছাকাছি স্থানে ওয়াজ ও নামযজ্ঞের অনুমতি দেয়া যাবে না। সীমান্ত এলাকায় ভুট্রা জাতীয় গাছ বা তার চেয়ে বড় গাছের চাষাবাদ করা যাবে না। ভুট্টা গাছ লাগালে মাদক চোরাচালানী হিসেবে তালিকাভুক্ত করা হবে। রোহিঙ্গারা ভারত সীমান্ত এলাকা পার হয়ে যাতে চুয়াডাঙ্গায় ঢুকতে না পারে সেজন্য সীমান্তবাসীকে সতর্ক থাকতে হবে।’ গতকাল রোববার বেলা ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ এসব মন্তব্য করেছেন।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ৬-বিজিবির বিদায়ী পরিচালক লে. কর্ণেল রাশিদুল আলম, নবাগত ৬-বিজিবির পরিচালক লে. কর্ণেল ইমাম হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল মোমেন, সিভিল সার্জন ডা. খায়রুল আলম, পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) খোন্দকার ফরহাদ আহমদ, নবাগত সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিমুল বারী, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএও) রাহাত মান্নান, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল হাসান, জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম রেজা, মোটর-মালিক গ্রুপের সভাপতি মো. সালাউদ্দিন, বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক একেএম মইনুদ্দিন মুক্তা, শ্রমিক নেতা এম জেনারেল ইসলাম ও ইসলাম উদ্দিন সহ সরকারি কর্মকর্তাবৃন্দ ও কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ শহরের বড়বাজারে সড়কে চলাচলে জনগণের অসুবিধার জন্য ঠিকাদারকে দেখা করার নির্দেশ দেন। বড়বাজার হাসান চত্বর থেকে বাস চলাচল বন্ধ করে বাস টার্মিনাল থেকে পরিবহনের বাস চলাচল করতে নির্দেশ দেয়া হয়েছে। মাথাভাঙ্গা ব্রীজ থেকে নদীর ওপারে বাস স্থানান্তর করতে হবে। ট্রাক রাস্তার ওপর থাকবে না। শহরে নির্দিষ্ট সংখ্যক ইজিবাইক চলাচলে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। অবৈধ যানচলাচলে আইনগত ভিত্তি নেই। ১০/১২ বছরের শিশুদের অবৈধ যানবাহনের চালক হিসেবে দেখা যায়। অবৈধ স্থাপনা উচ্ছেদে কাজ চলছে। সরকারি ১ ইঞ্চি জমি ছাড়বো না। সদর হাসপাতাল রোডে অবৈধ স্থাপনা সরাতে হবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ফুটবলে প্লেয়ার হান্টিং প্রতিযোগিতা চুয়াডাঙ্গা থেকে শুরু করবে। এজন্য সমগ্র জেলাবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। হাইড্রোলিক হর্ণ বন্ধে হাইকোর্টের চিঠি হাতে পেয়েছি। এবিষয়ে কিছু কাজ হয়েছে এবং চলতে থাকবে। জেলা প্রশাসকের ফেসবুক আইডি হ্যাকড হয়েছে। যদি নাশকতামূলক হয় সেটা দেখবো। বাল্যবিয়ে বন্ধে এখন কাজিরা খোঁজ দিচ্ছে। তবে, ইমামদের বলবো আপনারা সচেতন হোন। বালু কাটা নিষেধ রয়েছে মানুষ জানতো না। মাটির টপ ছয়েল কাটা নিজের ও দেশের ক্ষতি। জেলা কারাগারে বিশেষ দেখার নামে একজন কারারক্ষী সাময়িক বরখাস্ত হয়েছে। তারা যদি সতর্ক না হয় কঠোর ব্যবস্থা নেয়া হবে। পাসপোর্ট অফিসের বাইরে ফরমপূরণে ভুল ধরে এখনো টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে, সেটি দেখতে পাসপোর্ট কর্মকর্তাকে দেখতে বলা হলো। রোহিঙ্গা বা অপরিচিত কাউকে দেখলেই একটু কথা বলার চেষ্টা করবেন এবং আইন-শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করবেন।
চুয়াডাঙ্গার ৬-বিজিবি’র বিদায়ী পরিচালক লে. কর্ণেল রাশিদুল আলম বলেন ‘ভারতের হাইকোর্ট সেদেশে অবস্থানরত প্রায় ৭০ হাজার রোহিঙ্গাকে ভারত থেকে সরাতে আদেশ দিয়েছে। চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে কোনো রোহিঙ্গা যাতে অনুপ্রবেশ করতে না পারে সেজন্য এলাকাবাসীকে সহযোগিতা করতে হবে। চোরাচালান রোধে সীমান্তের ১৫০ গজের মধ্যে পাট ও ভূট্টা জাতীয় বড় গাছ লাগানো যাবে না। রাত ৯টার পর সীমান্ত এলাকায় মানুষের চলাচল বন্ধ করতে হবে। আকুন্দবাড়িয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ মাদক ব্যবসায়ীরা মাদক ব্যবসায় বাধাগ্রস্থ হচ্ছে তারাই বিজিবি’র হাবিলদার আশানুরের বিপক্ষে লেখালেখি করাচ্ছে।’
চুয়াডাঙ্গার ৬-বিজিবি’র নবাগত পরিচালক লে. কর্ণেল ইমাম হাসান বলেন ‘জেলার মানুষ সবাই যেন ভালো থাকে আর একটু সহযোগিতা যেন বেশি পাই বিশেষ করে তথ্য দিয়ে সহযোগিতা করলে ভালো হয়। তথ্য দিলে প্রকাশ হবে না। কাজ হচ্ছে দেখতে পাবেন।’
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল মোমেন বলেন ‘সামনের দিনগুলো কঠিন সময় আসছে। শীতের সময় অপরাধ বেড়ে যায়। রাস্তায় গাছ ফেলে ডাকাতি হচ্ছে। চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহ জেলায় অপরাধীদের নেটওয়ার্ক আছে। সমাজে অপরাধ থাকবে। তবে, পুলিশের নিয়ন্ত্রণে থাকবে। নবম শ্রেণির দুই ছাত্র প্রাইভেট পড়ার নাম করে বাড়ি থেকে বের হয়ে কক্সবাজারে যায় এবং মোবাইল ফোন সুইচ অফ করে রাখে। টাকা ফুরিয়ে গেলে বাড়ির সাথে যোগাযোগ করে। বিদেশী সিরিয়ালের কারণে এসব অস্থিরতা বাড়ছে। তবে, চুয়াডাঙ্গায় চোরাচালান অনেক কমে গেছে।’
দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল আমিন বলেন ‘জেএসসি পরীক্ষায় উপজেলার ৮০ জন ছাত্রী পরীক্ষায় অনুপস্থিত রয়েছে। খোঁজ নিয়ে জেনেছি, বড় মেয়ে দেখিয়ে ছোট মেয়ে বিয়ে দিচ্ছে। একটি বেসরকারি প্রতিষ্ঠান দরিদ্র মানুষদের ধোঁকা দিয়ে ৪০ লাখ টাকা নিয়ে উধাও হয়ে গেছে। এ বিষয়ে কয়েকটি লিখিত অভিযোগ পাওয়া গেছে।’
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান বলেন ‘চুয়াডাঙ্গা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর অবহেলার কারণে শহরের রাস্তার উন্নয়ন কাজ হচ্ছে না। তার কারণে কাজটি দেরি হচ্ছে। সম্প্রতি সড়ক দুর্ঘটনায় দামুড়হুদায় ১৩ জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং কয়েকদিন আগে উজিরপুরে এক মহিলা শ্রমিক মারা গেছেন। সড়কটি নির্মাণে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে।’
চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু বলেন ‘আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উভয়েরই আন্তরিকতার কারণে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। আমাদের ছাড় দেয়ার মানসিকতা রয়েছে যাতে মানুষ শান্তিতে থাকতে পারে। রাস্তা নির্মাণ না হওয়ার কারণে জনগণ দোষারোপ করছে। ওই দিকে যেতে ভয় পাই। অচিরেই রোডের কাজ শুরু হবে। মাদকের ব্যাপারে আন্তরিক বিজিবি পরিচালক। তিনি বলেন সকলকে সচেতন হতে হবে মাদকের বিরুদ্ধে। জানতে হবে কিভাবে বেরিয়ে আসা যায় মাদক থেকে।’

Leave a comment