সকল ব্যবসায়ীকে সাথে নিয়ে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান

জানালেন জাতীয় সংসদের হইপ মুক্তিযোদ্ধা ছেলুন জোয়ার্দ্দার এমপি
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার নবনির্বাচিত নেতৃবৃন্দকে সকল ব্যবসায়ীর পাশে থেকে নিষ্ঠার সাথে সাংগঠনিক দায়িত্ব পালনে আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। নবনির্বাচিতরা গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় ফুল নিয়ে হুইপের সাথে দেখা করতে গেলে তিনি এ আহ্বান জানিয়ে বলেছেন, নির্বাচনে যারা পরাজিত হয়েছে তারও সংগঠনের সদস্য, সংগঠনের নেতা। ওদেরকে দূরে ঠেলে দেয়াটা নেতৃত্ব নয়। যারা নির্বাচিত হয়েছেন তারা নিশ্চয় ওদের সাথে নিয়ে পাশে রেখে সংগঠনকে গতিশীল করার চেষ্টা করবেন বলে আমি বিশ্বাস করি।
বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার নির্বাচন গত ৩ নভেম্বর সম্পন্ন হয়। এ নির্বাচনে দুটি প্যানেলভুক্তসহ ১৫টি পদে মোট ১০৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে লেমন-জগলু-ইবু পরিষদ নিরঙ্কুশ জয়লাভ করে। অপর প্যানেল চান্নু-বাবু-মাসুদ প্যানেলের ১৩ জন প্রার্থী নির্বাচিত হলেও গুরুত্বপূর্ণ পদ দখল করতে পারেননি তারা। নির্বাচনের পর থেকেই নির্বাচিতরা জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন পর্যায়ে দেখা সাক্ষাৎ করে সাংগঠনিক সহযোগিতা কামনা করছেন। এছাড়া ব্যবসায়ীদের শাখা সংগঠনের তরফে সংবর্ধিতও করা হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। এরই এক পার্যায়ে নিবনির্বাচিতরা গতকাল চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের সাথে সৌজন্য সাক্ষাতে গেলে তিনি সাংগঠনকে গতিশীল করার বাস্তবভিত্তিক পরামর্শ দিয়ে পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

Leave a comment