স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা বড় বাজার মাথাভাঙ্গা ব্রিজের নিচে বসে মদপানের সময় মেহেরপুরের রাজাপুর গ্রামের দুজনকে গ্রেফতার করলেও পুলিশ বিক্রেতাকে ধরতে পারেনি। গতকাল বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ওহিদুল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দুজনকে মদপান করা অবস্থায় গ্রেফতার করেন। গ্রেফতারকৃত দুজন হলো- মেহেরপুর জেলা সদরের রাজাপুর গ্রামের আনরুল ইসলামের ছেলে সাধন (২০) ও একই গ্রামের সিতাব আলীর ছেলে সজল (২৪)। গতকালই মামলাসহ দুজনকে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। আজ শুক্রবার আদালতে সোপর্দ করা হতে পারে।
অপরদিকে ব্রিজের নিচে চিহ্নিত কয়েকটি স্থানে চিহ্নিত কয়েকজন দীর্ঘদিন ধরে মদ বিক্রি করলেও রহস্যজনক কারণে মদ বিক্রেতাদের বিরুদ্ধে তেমন কোনো ব্যবস্থায় নেয় না পুলিশ। স্থানীয়রা এরকমই অভিযোগ করে বলেছে, গতকাল যখন দুজন মদখোরকে ধরলো পুলিশ তখন সেখানে বিক্রেতাও ছিলো। অথচ তাকে ধরলো না।