স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা মসজিদপাড়ার মধ্যবয়সী নারী আয়েশা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পুলিশ এ তথ্য জানিয়ে বলেছে, মৃত মওলা বকসের স্ত্রী আয়েশা বেগম (৫৫) দীর্ঘদিন ধরে নিজের বাড়িতে বসে বিভিন্ন প্রকারের নেশাদ্রব্য বিক্রি করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার দুপুরে তার বাড়িতে অভিযান চালিয়ে ৪ অ্যাম্পল ঘুমের ইনজেকশন উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় তাকে। সদর থানার এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান চালান।