৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় মেহেরপুরে জাসদ সম্পাদক শিরীন আখতার
মেহেরপুর অফিস: সমাজতন্ত্রের পাশাপাশি জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই। গণমানুষের শান্তির প্রয়োজনে সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের লড়াই। নারী-পুরুষের সমান অধিকারের জন্য আমরা আমৃত্যু লড়াই করতে প্রস্তুত। নারী-পুরুষের সমান অধিকারে তেঁতুল হুজুরদের জিহ্বায় জল আসে। সেই তেঁতুল হুজুরদের বিরুদ্ধেও আমাদের লড়াই। গতকাল বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর পৌর কমিউিনিটি হল মিলনায়তনে জাসদের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা জাসদের কর্মীসভা ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি। কর্মী সমাবেশের আগে সকাল ১০টায় তিনি মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। মেহেরপুর জেলা জাসদের সভাপতি ওমর আলীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য ও যুগ্মসাধারণ সম্পাদক নাদের চৌধুরী ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবদুল আলীম স্বপন, সদস্য রোকনুজ্জামান রোকন, মির্জা মো. আনোয়ারুল হক, মোহাম্মদ আবদুল্লাহ, সবেদ আলী, গোলাম মহসিন, রফিকুল আলম, মেহেরপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক মাহাবুব চান্দু প্রমুখ। এর আগে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পৌর কমিউনিটি হল প্রাঙ্গণ থেকে শুরু করে র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।