জাতীয় শ্রমিক লীগ চুয়াডাঙ্গার দ্বি-বার্ষিক সম্মেলন আজ ॥ সকল প্রস্তুতি সম্পন্ন

স্টাফ রিপোর্টার: জাতীয় শ্রমিক লীগ চুয়াডাঙ্গার দ্বি-বার্ষিক সম্মেলন আজ সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে শুরু হবে। উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে শ্রমিক লীগ সম্মেলন উদ্বোধন করবেন চুয়াডাঙ্গা-১ আসনের এমপি হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ অওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ। সভাপতিত্ব করবেন জাতীয় শ্রমিক লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি আফজালুল হক বিশ্বাস। চুয়াডাঙ্গা জেলা সড়ক পরিবহন শ্রমিক লীগ সাধারণ সম্পাদক রিপন মন্ডল জানান, সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সম্মেলন সুষ্ঠু ও সফল করার জন্য গতকাল সন্ধ্যায় শ্রমিক লীগ নেতৃবৃন্দ চুয়াডাঙ্গা-১ আসনের এমপি হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
এদিকে, বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিভাগের সম্পাদক হাবিবুর রহমান সিরাজ আটকবর পরিদর্শন করেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে তিনি চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার নাটুদহের আটকবর পরিদর্শন করেন। এ সময় কেন্দ্রীয় নেতা ১৯৭১ সালে নাটুদহ এলাকায় পাক হানাদার বাহিনীর হাতে নির্মমভাবে নিহত হয়ে শহীদ হওয়া আট বীর মুক্তিযোদ্ধার কবরে পুস্পমাল্য অর্পণ এবং আট শহীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেন। পরে কেন্দ্রীয় নেতা আটকবর স্মৃতি কমপ্লেক্স ভবন ঘুরে দেখেন। পরিদর্শনকালে তিনি বলেন মুক্তিযুদ্ধের স্মৃতি যে এখানে ধরে রাখা হয়েছে তা সত্যি অতুলনীয়। মুক্তিযোদ্ধারা দেশের বীর সন্তান তাই তাদের স্মৃতি ধরে রাখা আমাদের দায়িত্ব ও কর্তব্য। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা শ্রমিক লীগের সভাপতি আফজালুল হক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফজলুল হক, সদর উপজেলা শ্রমিক লীগের সভাপতি মাইক্রো-কার শাখার সভাপতি টোকন মিস্ত্রি, মাইক্রো-কার শ্রমিক ইউনিয়নের নেতা সাকিব হাসান ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রুবাইত বিন আজাদ সুস্তির।

Leave a comment