চুয়াডাঙ্গার নিজবাড়িতে শিরিন নাঈম পুনম এমপি

স্টাফ রিপোর্টার: সংসদ সদস্য (সংরক্ষিত মহিলা) শিরিন নাঈম পুনম চুয়াডাঙ্গায় পৌঁছেছেন। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে তিনি চুয়াডাঙ্গা শহরের জোয়ার্দ্দারপাড়ায় নিজবাড়িতে পৌঁছান। এসময় তাঁকে ফুল দিতে সংবর্ধনা জানান মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। পরে নারী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন তিনি।
চুয়াডাঙ্গার সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে এমপি পুনম বলেন, তিনি চুয়াডাঙ্গায় উন্নয়নমূলক কর্মকা- অব্যাহত রয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর চুয়াডাঙ্গাসহ দেশের প্রতিটি জেলার ব্যাপক উন্নয়ন হয়েছে। বর্তমানে চুয়াডাঙ্গায় যে দৃশ্যমান উন্নয়ন হয়েছে তা অন্য কোনো সরকারের সময়ে হয়নি। আর এ উন্নয়ন অব্যাহত রাখতে পুনরায় আওয়ামী লীগকে ভোটের মাধ্যমে জয়যুক্ত করতে আহ্বান জানান তিনি। আজ বুধবার বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এক সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন ব্যক্তিগত সহকারী লাইলা শিরীন।

 

Leave a comment